BAIUST ADMISSION PORTAL

BAIUST

ADMISSION PROCESS (FALL-2025)

Title Details
Notice Title: ADMISSION PROCESS (FALL-2025)
Status active
For Programme: undergraduate
Date of Action: 2025-09-01
Branch of Action: Registrar Branch
Details

ভর্তি প্রক্রিয়া


ভর্তিপরীক্ষা (ফল – ২০২৫) এর ফলাফল

১। ফল - ২০২৫ সেমিস্টারে ভর্তির জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করতে হবেঃ

ক। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ আগামী ০২ সেপ্টেম্বর – ০৩ সেপ্টেম্বর ২০২৫ এবং ০৭ সেপ্টেম্বর - ১১ সেপ্টেম্বর ২০২৫ (শুক্রবার ও শনিবার / সরকারি ছুটির দিন ব্যাতিত) সকাল ০৯:৩০ ঘটিকা থেকে ১২:৩০ ঘটিকা পর্যন্ত ভর্তি কেন্দ্রে উপস্থিত হয়ে ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। 

ভর্তি কেন্দ্র: এডমিশন অফিস, বিএআইইউএসটি ক্যাম্পাস, সৈয়দপুর, আদর্শ সদর, কুমিল্লা।

২। ভর্তির সময় নিম্নে উল্লেখিত কাগজপত্র এডমিশন অফিসে জমা দিতে হবেঃ

ক। ভর্তি পরীক্ষার প্রবেশ পত্রের কপি। 

খ। ব্যাংকে অর্থ জমাদানের জমা স্লিপের কপি (ভর্তি কেন্দ্রে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে ভর্তি ফি জমাদানের বই সংগ্রহ করতে হবে। পরবর্তিতে ভর্তি কেন্দ্রে স্থাপিত ট্রাষ্ট ব্যাংকের বুথে টাকা জমা দিতে হবে। উল্লেখ্য কোন প্রকার চেক ও পে-অর্ডার গ্রহনযোগ্য হবে না।)

গ। ভর্তি কেন্দ্রে উপস্থিত ট্রাষ্ট ব্যাংকের বুথে শিক্ষার্থীদের একটি একাউন্ট খুলতে হবে (বিনামূল্যে)।

ঘ। এইচএসসি ও এসএসসি পরীক্ষার সার্টিফিকেট / মার্কসিট এর মূল কপি জমা দিতে হবে।

ঙ। শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি ০৫ (পাঁচ) কপি।

চ। অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি ০২ (দুই) কপি।

ছ। শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদের ফটোকপি ০২ (দুই) কপি।

জ। অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ০ (দুই) কপি।

ঝ। রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট (যদি থাকে)।

 

৩। Sibling ওয়েভার প্রাপ্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ

ক। ভাইবোন (Sibling) ওয়েভারের জন্যঃ

(১) ভাইবোন (Sibling) এর জাতীয় পরিচয় পত্র/জন্ম সনদের কপি।

(২) বাবা ও মায়ের জাতীয় পরিচয় পত্র/জন্ম সনদের কপি।

(৩) আবেদন পত্র।

 

খ। সামরিক (সন্তান/স্বামী/স্ত্রী) ওয়েভারের প্রাপ্তির জন্যঃ

(১) কর্মরতঃ প্রতিষ্ঠান প্রধান/সংশ্লিষ্ট কর্মকর্তার প্রশংসাপত্র।

 

(২) অবসরপ্রাপ্তঃ                  

(ক) কর্মকর্তার জন্যঃ সিওআরও এর নিকট হতে প্রাপ্ত সনদ।

(খ) জেসিও এর জন্যঃ সংশ্লিষ্ট সশস্ত্র বাহিনী/সার্ভিস রেকর্ড অফিস/ড্রাফটিং অফিস থেকে সার্ভিস রেকর্ড বই এর কপি।

 

গ। মুক্তিযোদ্ধা ওয়েভার প্রাপ্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ যে সব শিক্ষার্থী মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করবেন তাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রয়োজনীয় (নিম্নে উল্লেখিত) কাগজপত্রসহ আবেদন করতে হবে।

(১) চেয়ারম্যান সনদ (ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত)।

(২) মুক্তিযোদ্ধা ভাতার বিবরনের কপি।

(৩) মুক্তিযোদ্ধা সম্পর্কৃত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত কপি (বাংলাদেশ গেজেট/মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সাময়িক সনদ/লাল মুক্তিবার্তা/বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক প্রদত্ত সনদ এবং মুক্তিযোদ্ধার সাথে আবেদনকারীর সম্পর্ক সনদ।

 

৪। কোন শিক্ষার্থী যদি ওয়েভার / স্কলারশিপ প্রাপ্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র ভর্তির সময় জমাদান না করে তাহলে তার ওয়েভার বাতিল বলে গণ্য করা হবে।

৫। কোন শিক্ষার্থী যদি অসম্পূর্ণ বা মিথ্যা তথ্য প্রদান করে, প্রমান সাপেক্ষ্যে তার ভর্তি কার্যক্রম বাতিল বলে গণ্যকরা হবে।


প্রয়োজনে যোগাযোগ করুনঃ

এডমিশন অফিস

মোবাইলঃ ০১৫৭২৪৮২৩৩১, ০১৭৫৬৪৩৬৬৫৫

ই-মেইলঃ admission@baiust.ac.bd

ওয়েবসাইটঃ www.baiust.ac.bd

ফেইসবুকঃ www.faccebook.com/baiust

Image: no-image-uploaded
Document: Download